মুম্বাই: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আলোচনার মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে বিবদমান সমস্যা সমাধানের আহবান জানিয়েছেন।
তিনি বলেন, আমি আশা করি দিন দিন দুদেশের মধ্যে আস্থা বাড়বে।
আমি জানি ভারতের জন্য পাকিস্তান সবচেয়ে বড় ঝুঁকিতে আছে। পাকিস্তানে স্থিতিশীলতা আসলে ভারতের জন্য ভালো হবে।
দক্ষিণ মুম্বাইয়ের সেন্ট জিয়াভিয়ারস কলেজের শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে ওবামা এসব কথা বলেন।
চার দিনে ভারত সফরের দ্বিতীয় দিনে ওবামা শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান। পরে বিকালে তিনি দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হন।
বাংলাদেশ সময়: ১৭৫৫ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১০