ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সন্ত্রাস দমনে পাকিস্তানের অগ্রগতি খুবই ধীর: ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১০

মুম্বাই: সন্ত্রাসীদের দমনে পাকিস্তানের ব্যবস্থা গ্রহণের মাত্রা খুবই ধীর বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর ফলে ভারত ভয়াবহ ঝুঁকির মধ্যে আছে বলেও তিনি মন্তব্য করেন।



তবে সন্ত্রাসবাদের ভয়াবহ সমস্যার বিষয়টি অনুধাবন করাসহ তা নির্মূলেও পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। কিন্তু আমরা যতটা আশা করেছিলাম তাদের উন্নয়ন ততটা দ্রুত হচ্ছেনা। রোববার মুম্বাই ওবামা এসব মন্তব্য করেন।
 
ওবামা জোরালোভাবে পাকিস্তানকে অভিযুক্ত করছেনা বলে এর আগে কয়েকজন ভারতীয় মন্তব্য করার একদিন পর ওবামা এ মন্তব্য করলেন।

উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহত হন।

এদিকে ভারত সফরে এসে শনিবার রাতে ওবামা মুম্বাইয়ের তাজ হোটেলে অবস্থান করেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।