ইসলামাবাদ: সন্ত্রাসবাদ রোধে পাকিস্তানের প্রচেষ্টাকে সমর্থন করতে ভারতকে আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। একইসঙ্গে শান্তিপূর্ণ উপায়ে ভারতের সব বিরোধ মেটানোর চেষ্টা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
রোববার বিকালে দক্ষিণ এশিয়ার মুক্ত গণমাধ্যম অ্যাসোসিয়েশনের পাকিস্তান অংশের জাতীয় সম্মেলনে যোগ দেওয়ার সময় গিলানি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, ‘শান্তিপূর্ণ উপায় এবং কার্যকর আলোচনার মধ্য দিয়ে পাকিস্তান ও ভারতের কাশ্মীরসহ অন্যান্য বিরোধের সমাধান করা উচিত। ’
একইসঙ্গে পাকিস্তান দক্ষিণ এশিয়া এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান ও বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে চায় বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘আমাদের সরকার ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী। সন্ত্রাসবাদ এবং চরমপন্থি শুধু পাকিস্তান বা ভারত নয় বরং দক্ষিণ এশিয়ার সব জনগণের জন্য সমস্যা। ’
একইসঙ্গে পাকিস্তান ভারতের সঙ্গে স্থগিত আলোচনা আবারও শুরু করতে আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া আঞ্চলিক সুবিধা নিয়ে দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা অব্যাহতভাবে সার্কের শক্তি বাড়ানো এবং পারস্পরিক বিনিময় ও সুবিধার ক্ষেত্র তৈরির চেষ্টা করে যাচ্ছি। ’
অদূর ভবিষ্যতে ইসলামাবাদে ইন্দো-পাক সংসদীয় সম্মেলনের এসএএফএমএ’র প্রস্তাবকে স্বাগত জানান তিনি।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১০