ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়া: ছাইমেঘের কারণে সব বিমান ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১০

জাকার্তা: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মাউন্ট মেরাপিতে অগ্ন্যুৎপাতের ঘটনায় ছাইমেঘের কারণে রোববার জাকার্তা বিমানবন্দরের সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমান বন্দরের কর্মকর্তারা জানান, এশিয়া, জার্মান, এমিরেটস, ফিলিপাইন ও সিঙ্গাপুর এয়ারলাইন্সসহ বিভিন্ন এয়ার লাইন্সের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

 

৬ হাজার মিটার ওপরে ছাই মেঘ ছড়িয়ে পড়ছে। আগ্নেয়গিরিটি রাজধানী জাকার্তা থেকে ৫০০ কিলোমিটার দণিপূর্বাঞ্চলে অবস্থিত।

এদিকে গত সপ্তাহে অগ্ন্যুৎপাতে ক্ষতিগ্রস্তদের খোঁজে উদ্ধার কর্মীরা অভিযান পরিচালনা করছেন।

হাসপাতালের একজন মুখপাত্র জানান, শুক্রবার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর অন্তত ৮৮ জন নিহত এবং ১৩০ জনের বেশি  আহত হয়েছেন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, এর মধ্য দিয়ে গত ২৬ অক্টোবর থেকে এ পর্যন্ত অগ্ন্যুৎপাতের ঘটনায় নিহতের সংখ্যা ১১৬ এবং আহতের সংখ্যা কমপক্ষে ৪৮৫ জনে পৌঁছেছে। সংস্থাটি জানায়, ২ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞানীরা জানান, গত ১০০ বছরে ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপির আগ্নেয়গিরিতে শুক্রবারের অগ্ন্যুৎপাত সবচেয়ে শক্তিশালী।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।