ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীর সমস্যার সমাধান যুক্তরাষ্ট্র চাপিয়ে দেবে না: ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১০
কাশ্মীর সমস্যার সমাধান যুক্তরাষ্ট্র চাপিয়ে দেবে না: ওবামা

নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, কাশ্মীর সমস্যার সমাধান এবং যেসব বিষয় ভারত-পাকিস্তানের সম্পর্ক অবনতি ঘটাচ্ছে সেসব সমস্যার সমাধান যুক্তরাষ্ট্র চাপিয়ে দেবে না। আমি বিশ্বাস করি উভয় দেশই চলমান বিরোধ মীমাংসায় আগ্রহী।

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সঙ্গে সোমবার একান্ত বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ওবামা এসব কথা বলেন।

ওবামা বলেন, ‘কাশ্মীরসহ অন্যান্য বিষয়ে নিজেদের মধ্যে উত্তেজনা দূর করা একান্তই ভারত ও পাকিস্তানের ব্যক্তিগত বিষয়। যুক্তরাষ্ট্র এ সমস্যার সমাধান তাদের উপর চাপিয়ে দেবেনা। ’

তিনি আরও বলেন, ‘সন্ত্রাসীদের জন্য নিরাপদ কোনো জায়গা নেই। ’

অন্যদিকে, পাকিস্তানের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী বলে যৌথ সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং। একইসঙ্গে কাশ্মীর নিয়ে ভীত নন বলেও দৃঢ় মত ব্যক্ত করেছেন তিনি।

তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে সব সমস্যার সমাধানে ভারত অঙ্গীকারবদ্ধ। কিন্তু এরজন্য একইসময়ে পাকিস্তানেরও সন্ত্রাসবাদকে উৎসাহিত করে এমন সব কার্যক্রম বন্ধের পদক্ষেপ নিতে হবে। ’

মনমোহন আরও বলেন, যুক্তরাষ্ট্রের চাকরির বাজার চুরি করার ইচ্ছা ভারতের নেই।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক তৈরির বিষয়ে সম্মত হয়েছে বলে যৌথ সংবাদ সম্মেলনে জানান মনমোহন সিং ।

তিনি বলেন, ‘উভয় পক্ষই ইন্দো-মার্কিন সম্পর্ক জোরদার করার বিষয়ে সম্মত হয়েছে। ’

 

বাংলাদেশ সময়: ১৫৪২ঘণ্টা, নভেম্বর ৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।