ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আমির খানের কাজের প্রশংসা করলেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৪, নভেম্বর ৮, ২০১০
আমির খানের কাজের প্রশংসা করলেন ওবামা

নয়াদিল্লি: বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার একান্ত ভোজসভায় আমন্ত্রণ পেয়েছেন--এতেই তো খুশি হওয়ার কথা আমির খানের। উপরন্তু ওবামা বলিউড এই অভিনেতার কাজেরও প্রশংসা করেছেন।

একেবারে সাত আসমানের ওপরে ওড়ার যোগাড় আমিরের।

আর ফার্স্ট লেডি তো আমিরের ‘রঙ দে বাসন্তি’র টাইটেল গানের তালে তালে নাচলেনও।

ভারত সফররত ওবামা দম্পতির সম্মানে ভারতের প্রধানমন্ত্রী মনোমোহন সিং রোববার ৭ রেসকোর্স রোডের নিজ বাসভবনে ভোজের আয়োজন করেন। ভোজসভায় আমির খানকেও আমন্ত্রণ জানানো হয়।

ভোজের পর অপেমাণ সাংবাদিকদের আমির খান বলেন, ‘আমার কাজ ও সিনেমা সর্ম্পকে ওবামা অনেক শুনেছেন বলে তিনি জানিয়েছেন। ’

আমির বলেন, ‘বড় বড় মানুষের সঙ্গে সাক্ষাতের এটি একটি ভালো উপল। আমি প্রধানমন্ত্রী মনোমোহন সিংয়ের ভক্ত। আমাকে আমন্ত্রণ করার জন্য তাকে ধন্যবাদ। ’ আমির (৪৫) পরিবেশিত খাবারের প্রশংসা করেন।

বলিউডের গীতিকার জাভেদ আখতার এবং তার স্ত্রী অভিনেত্রী সাবানা আজমিও এতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২৩৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।