নয়াদিল্লি: ভারত ও যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দুটি দেশ। তাদের সম্পর্কই একুশ শতককে সংজ্ঞায়িত করবে।
প্রধনামন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে আলোচনায় বসার শুরুতে ওবামা সাংবাদিকদের বলেন, ‘আমি আগেও বলেছি, এখনও বিশ্বাস করি যুক্তরাষ্ট্র ও ভারতের বন্ধুত্ব একুশ শতকের একটি নির্ধারণী সম্পর্ক। ’
ওবামা আরও বলেন, ‘ভারতে আমরা যে আতিথেয়তা পেয়েছি তার জন্য এই দেশের সব মানুষকে ধন্যবাদ। মার্কিন জনগণের শ্রদ্ধা ভারতের জনগণের কাছে পৌঁছে দিতে চাই। ’
ওবামা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সোমবার সকালে নয়াদিল্লির হায়দারাবাদ হাউসে দ্বিপীয় আলোচনায় বসেছেন।
রাজঘাটে মহাত্মা গান্ধী স্মৃতিসৌধ পরিদর্শন করার পর ওবামা হায়দারাবাদ হাউসে পৌঁছান। রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়।
এই দুই নেতা রোববার প্রধানমন্ত্রীর বাসভবনে আনুষ্ঠানিক বৈঠকের আগে একান্তে মুখোমুখি ৫০ মিনিট আলোচনা করেন।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১০