ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে রপ্তানি প্রক্রিয়া সহজ করার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১০
ভারতে রপ্তানি প্রক্রিয়া সহজ করার ঘোষণা যুক্তরাষ্ট্রের

নয়াদিল্লি: ভারতে উচ্চ প্রযুক্তিসংক্রান্ত যন্ত্রপাতি রপ্তানি প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষত প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক খাতে এ ছাড় দেওয়া হবে বলে সোমবার সিদ্ধান্ত জানিয়েছে দেশটি।



একইসঙ্গে আন্তর্জাতিক কয়েকটি প্রতিষ্ঠানে নয়াদিল্লিকে সমর্থন দেওয়া ও বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যৌথ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক এ ঘোষণা দেন। হায়দারাবাদে একান্ত বৈঠক শেষে নেতারা একসঙ্গে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হন।

মনমোহন সিং বলেন, ‘উচ্চ প্রযুক্তিগত যন্ত্রপাতি রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান নিয়ন্ত্রণ সহজ করা এবং পরমাণু সরবরাহ দলের (এনএসজি) মতো প্রতিষ্ঠানের সদস্য হওয়ায় ভারতকে সমর্থনের যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। ’

‘এসব সিদ্ধান্ত উভয় পক্ষের বিশ্বাস ও আত্মবিশ্বাস বৃদ্ধিরই লক্ষণ। একইসঙ্গে দু’পক্ষ মহাকাশ, পরমাণু, প্রতিরক্ষা এবং অন্যান্য উচ্চ প্রযুক্তিসংক্রান্ত শাখায় সহযোগিতা বাড়ানোর পদক্ষেপ নেওয়ার বিষয়েও সম্মত হয়েছে। ’   

মুম্বাইয়ে শনিবার এক হাজার কোটি ৫০০ লাখ ডলারের বাণিজ্য চুক্তি ঘোষণা করা হয়। এটি ভারতকে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের বাণিজ্য অংশীদারে পরিণত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন বারাক ওবামা।

তিনি বলেন, ‘বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান প্রতিকূল অবস্থা কাটিয়ে উঠতে আমরা কাজ করে যাচ্ছি। এরইমধ্যে আমরা বেসামরিক পরমাণু চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়াও শুরু করেছি।

এছাড়াও জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ বিরোধী অবস্থান এবং আভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে সহযোগিতা বাড়ানো বিষয়েও উভয় পক্ষ সম্মত হয়েছে বলে ওবামা জানান।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।