ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওবামার সফরের প্রতিবাদে ইন্দোনেশিয়ায় ছাত্রদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০
ওবামার সফরের প্রতিবাদে ইন্দোনেশিয়ায় ছাত্রদের বিক্ষোভ

জাকার্তা: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ইন্দোনেশিয়া সফরের প্রতিবাদে সোমবার বিক্ষোভ করেছে বেশ কয়েকটি ছাত্র সংগঠন। বার্তাসংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।



ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্ররা সোমবার ওবামার সফরের বিরোধিতা করে বক্তব্য রাখেন। তারা যুক্তরাষ্ট্রের পতাকা জ্বালিয়ে দেন। তাদের দাবি, সরকারের উচিৎ আমেরিকার বৈদেশিক নীতর কাছে মাথা নত না করা।

বিক্ষোভকারী একজন ছাত্র চিৎকার করে বলেন, ‘ইন্দোনেশিয়ার সরকারের মনে হয় এরই মধ্যে মৃত্যু হয়েছে। তারা সবসময়ই মার্কিন নীতির কাছে মাথা নত করে রাখে’।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনেও বিক্ষুব্ধ ছাত্ররা বিক্ষোভ করেছেন।

এদিকে, ওবামার দুই দিনের ইন্দোনেশিয়া সফরের মধ্যে বিশ্ববিদ্যালয়েও পরিদর্শনের কথা রয়েছে।

উল্লেখ্য, বারাক ওবামা ১০ দিনের এশিয়া সফরে আছেন। ৪ দিনের ভারত সফর শেষে মঙ্গলবার তিনি ইন্দোনেশিয়ায় যাচ্ছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।