বেইজিং: ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন মঙ্গলবার তার প্রতিপক্ষ চীনের ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। খবর সিনহুয়া’র।
চীন-ব্রিটেন সম্পর্ক ও অন্যান্য বিষয়ে চীনের গ্রেট হলে তারা আলোচনায় বসেন। এর আগে, ক্যামেরন ও তার সফরসঙ্গীদের সঙ্গে আগের সাক্ষাতের কথা স্মরণ করে জিয়াবাও তাকে চীনে স্বাগত জানান।
ক্যামেরনের সঙ্গে রয়েছে মন্ত্রিসভার চার সদস্য, ৪৩ ব্যবসায়ী নেতা প্রমুখ ব্যক্তিবর্গ। আপাত দৃষ্টিতে এটাকে বাণিজ্য মিশন বলছেন অনেকেই।
ব্রিটেনভিত্তিক ইঞ্জিন উৎপাদনকারী প্রতিষ্ঠান রোলস-রয়েস এরইমধ্যে ১২০ কোটি ডলারের কাজ পেয়েছে চীনে।
জিয়াবাও বলেন, দুই দেশের সম্পর্কোন্নয়নে ক্যামেরন নানা উপায় নিয়ে কথা বলবেন বলে তিনি আশা করেন। ক্যামেরন বলেন, ব্রিটেনের বর্তমান সরকার এ ব্যাপারে মনোযোগ দিয়েছে।
মঙ্গলবার সকালে ক্যামেরন চীনে পৌঁছেছেন। বেশ কয়েকটি চুক্তিতে দুই দেশের সই করার কথা রয়েছে। তবে তারা দুই জনই তাদের সাক্ষাৎ ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন। এ খবর প্রকাশ করেছে বিবিসি।
ক্যামেরন চীনে মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গটি উত্থাপন করলে খানিক উত্তেজনা সৃষ্টি হয়।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১০