ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পূর্ব জেরুজালেমে বসতি স্থাপন স্থগিত বিবেচনার অযোগ্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১০
পূর্ব জেরুজালেমে বসতি স্থাপন স্থগিত বিবেচনার অযোগ্য

জেরুজালেম: দখলকৃত পশ্চিম জেরুজালেমে বসতি স্থাপন বন্ধের বিষয়টি বিবেচনার অযোগ্য বলে উল্লেখ করেছে ইসরায়েল। এ ঘোষণার মধ্য দিয়ে বুধবার বিশ্ব শক্তির সতর্কবার্তাকে অগ্রাহ্য করলো দেশটি।



ইসরায়েলের মন্ত্রী পরিষদের সচিব জাভি হাওসের সরকারি রেডিওকে বলেন, ‘জেরুজালেমে কখনোই বসতি স্থাপন স্থগিত করা হয়নি এবং ভবিষ্যতেও এধরনের কোনো ঘটনা ঘটবেনা। এটা ইসরায়েলি সরকারের ৪০ বছরের নীতি। ’


ইসরায়েল সোমবার পূর্ব জেরুজালেমে আরও এক হাজার ৩০০টি বসতি স্থাপনের পরিকল্পনা ঘোষণা করে।

আবারও বসতি স্থাপন ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যের স্পর্শকাতর শান্তি আলোচনাকে ঝুঁকির মধ্যে ফেলবে বলে বরাবরই সতর্ক করে আসছেন বিশ্ব নেতারা।

এদিকে ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা আবারও শুরুর সম্ভবনা নিয়ে আলোচনা করতে পাঁচ দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩১৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।