বেইজিং: নোবেল শান্তি জয়ী চীনের লিউ জিয়াওবোর পরিবারকে লিউর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। একটি মানবাধিকার সংস্থা বুধবার এই তথ্য জানিয়েছে।
এর আগে লিউর আত্মীয়রা অনুরোধ জানিয়েছিলেন বুধবার চীনের উত্তরপূর্বাঞ্চলের কারাগারে লিউ এর সঙ্গে সাক্ষাতের অনুমতির জন্য। তবে কর্তৃপক্ষ তাদের আবেদনের কোনো সাড়া দেয়নি। মানবাধিকার ও গণতন্ত্র তথ্য কেন্দ্র নামের একটি সংস্থা থেকে একথা জানানো হয়েছে।
আগামী ১০ ডিসেম্বর নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠীত হবে। হংকং ভিত্তিক সংস্থাটি জানিয়েছেন, লিউ এর ভাই লিউ জিয়াজাং এবং তার আত্মীয় এক বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘লিউকে হয়তো পুরস্কার প্রদান অনুষ্ঠানে যেতে দেওয়া হবে না’।
অক্টোবরের ৮ তারিখে শান্তিতে নোবেল জয়ী হিসেবে লিউ এর নাম ঘোষণা করা হয়। এদিকে লিউ এর স্ত্রীস লিউ জিয়াকেও গৃহবন্দি করে রাখা হয়েছে।
লিউ জিয়া গত মাসে এক খোলা চিঠিতে তার বন্ধু ও সমর্থকদের প্রতি লিউ এর পক্ষে পুরস্কার গ্রহনের আহবান জানান।
লিউ জিয়াবাওকে (৫৪) রাজনৈতিক সংস্কার আন্দোলন পরিচালনার জন্য গত বছর আটক করে ১১ বছরের কারাদণ্ড দেয় চীন সরকার।
নোবেল জয়ের পর লিউকে মুক্ত করে দিতে চীনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায় আহ্বান জানিয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১০