ওয়াশিংটন: এশিয়া সফরে ভারত এসে পাকিস্তানকে পাশকাটিয়ে যাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করেছেন সাবেক পাক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ।
বুধবার ওয়াশিংটনের এথিকস অ্যান্ড পাবলিক পলিসি সেন্টারে মোশাররফ এসব কথা বলেন।
মোশাররফ বলেন, ইতিহাসের ভয়াবহ বন্যা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে হামলা পরিচালনার পর পাকিস্তান ওবামার সফর আশা করেছিল। তিনি পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার উল্লেখ করে বলেন, ‘একটি সংক্ষিপ্ত সফরের মাধ্যমে সমবেদনা প্রকাশ আমাদের প্রত্যাশা ছিল’।
মোশাররফ বলেন, ‘যুক্তরাষ্ট্রের মানুষ ও প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গিতে অনধিকার চর্চা করার আমি কেউ নই’। তিনি বলেন, ‘ওবামা পাকিস্তান সফরে না যাওয়ার অবশ্যই কোনো কারণ রয়েছে’।
তিনি বলেন, পাকিস্তানের দিকে তাকালে শুধু অন্ধকার দেখি। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মতো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব পাকিস্তানে নেই। ’ তার গঠিত নতুন রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে উল্লেখ করেন মোশাররফ।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০