রামাল্লা: জাতীয় পতাকা ও ফাতাহ দলের হলুদ পতাকা নেড়ে হাজার হাজার নারী-পুরুষ পায়ে হেঁটে হাজির হয়েছেন অবিসংবাদিত নেতার সমাধিস্থলে। তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাদের প্রিয় নেতাকে।
ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাতের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রামাল্লায় তাঁর সমাধিস্থলে স্মরণসভার আয়োজন করা হয়। এউপলক্ষে প্রয়াত এ নেতার জীবনদ্দশার বিভিন্ন ঘটনাবলী নিয়ে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হয়। মাঝ দুপুরে অনুষ্ঠিত স্মরণসভায় জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন আরাফাতের উত্তরসূরী মাহমুদ আব্বাস।
এ জায়গাটিতে আরাফাতের সম্মানে জাদুঘর নির্মাণের কাজ চলছে।
আরাফাতকে অনেকে ফিলিস্তিনের অধিকার বিষয়ে আবেগপ্রবণ প্রস্তাবক বলে বিশ্বাস করেন। এই নেতা অস্ত্র সংঘাত ও শান্তি আলোচনার মধ্যদিয়ে তার দেশের জনগণকে চার দশক নেতৃত্ব দেন।
কিন্তু ফিলিস্তিনের ক্রমাগত বিভক্তির কারণে গাজার হামাস শাসকেরা অব্যাহতভাবে এ নেতার স্মরণ অনুষ্ঠান বাতিল করে আসছিলো বলে মানবাধিকার কর্মীরা জানান।
এদিকে স্বাধীন ফিলিস্তিনের একপাক্ষিক ঘোষণার বৈধতার জন্য জাতিসংঘের সঙ্গে আব্বাসের দরকষাকষির সময়ে আরাফাতের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হলো।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০