ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কোমায় শ্যারন, শুক্রবার বাড়ি ফিরবেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১০
কোমায় শ্যারন, শুক্রবার বাড়ি ফিরবেন

ইসরায়েল: হৃদরোগে আক্রান্ত ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন শুক্রবার বাড়ি ফিরতে পারেন। ৮২ বছর বয়স্ক শ্যারন ২০০৬ সাল থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় আছেন।



হাসপাতাল কর্তৃপক্ষ জানান, তেল আবিবের হাসপাতাল থেকে শ্যারনকে শুক্রবার তার নেজারবের খামার বাড়িতে নেওয়া হতে পারে। তাকে বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে।

‘বুলড্যুজার’ নামে পরিচিত সাবেক জেনারেল ইসরায়েলের শক্তিমান নেতা। তবে ফিলিস্তিনিদের কাছে তিনি শত্রু।

তেল আবিবের সেবা মেডিকেল সেন্টারে তিনি চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, সাবেক এই নেতা ‘বোধশক্তিহীন’ অবস্থায় আছেন। তবে তার অবস্থা স্থিতিশীল।

তার দীর্ঘদিনের বন্ধু এবং ব্যক্তিগত চিকিৎসক স্যালম সেগাভ বিবিসিকে জানান, তিনি নিয়মিত ঘুমান এবং দিনের বেলায় চোখ খুলেন। মাঝেমধ্যে তিনি তার পরিবারকে চিনতে পারেন।

বাংলাদেশ সময়: ১৩৩৫ঘণ্টা, নভেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।