কাবুল: আফগানিস্তানের কাবুলে বিদেশি সেনাদের লক্ষ্য করে আত্মঘাতী গাড়ি বোমা হামলা হয়েছে। তবে বোমাটি লক্ষ্যস্থলের আগেই বিস্ফোরিত হওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনীর মুখপাত্র জানান, কাবুলের পশ্চিমাঞ্চলের সাবেক আফগান রয়েল প্লেসের কাছে কেম্প জুলিয়েনে বিস্ফোরণটি ঘটে। অভ্যন্তরিন প্রতিবেদনে একে আত্মঘাতী গাড়ি বোমা বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয় সেনাবহরের কাছেই বোমাটি বিস্ফোরিত হয়।
হামলাস্থলের কাছে কয়েকহাজার পুলিশ ও সেনা সদস্য অ্যাম্বুলেন্স ও অগ্নি নির্বাপক কর্মীদের নিয়োজিত করা হয়েছে।
কাবুল পুলিশ প্রধান আবু সালাঙ্গি সাংবাদিকদের জানান, দুপর ২টায় সেনা বহর লক্ষ্যকরে আত্মঘাতী গাড়ি বোমাটি হামলা চালায়। সৌভাগ্যবশত বোমাটি আগেই বিস্ফোরিত হয়।
একই সড়কে গত মার্চে ন্যাটো বাহিনির ওপর আত্মঘাতী হামলা হয়েছে। এতে ১৮জন নিহত হয়।
বাংলাদেশ সময়: ১৮২৫ঘণ্টা, নভেম্বর ১২, ২০১০