হিরোশিমা, জাপান: তিব্বতের আধ্যাত্তিক নেতা দালাই লাম এবং অপর নোবেল শান্তি বিজয়ীরা শুক্রবার হিরোশিমার পরমাণু নিরস্ত্রীকরণ সম্মেলনে যোগ দিয়েছেন।
হিরোশিমার মেয়র তাদাতোসি আকাইবা বলেন, হিরোশিমায় নোবেল শান্তি বিজয়ীদের বিশ্ব সম্মেলনটি খুবই তাৎপর্যপূর্ণ।
আকাবি আরও বলেন, বিশ্বকে পরমাণু অস্ত্রের চাহিদা মুক্ত করতে বিশ্বনেতাদের চেয়েও শক্তিশালী হতে হবে। এমনকি যেসব দেশ পরমানু অস্ত্র তৈরি করে তাদের চেয়েও শক্তিশালী হওয়া প্রয়োজন। পাশাপাশি এবিষয়ে রাজনৈতিক সমাধানের উপায়ও খুঁজতে হবে।
সম্মেলনে চলতি বছর নোবেল শান্তি বিজয়ী কারাবন্দী লিউ জিয়াওবোসহ অন্যান্য নোবেল বিজয়ী যারা সম্মেলনে যোগদিতে পারেননি তাদের দৃষ্টি আকর্ষন করা হয়।
আয়োজকরা জানান, সাবেক চীনা ছাত্র নেতা উওয়ার কাইজি লিউর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা ছিলো।
এছাড়া মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জি-২০ সম্মেলনের কারণে, সাবেক সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্ভাচেভ অসুস্থতার কারণে সম্মেলনে উপস্থিত হতে পারেন নি।
১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায় এটম বোমার আঘাতে প্রায় দশহাজার হিরোশিমাবাসী নিহত হয়।
বাংলাদেশ সময়: ১৮৫৫ঘণ্টা, নভেম্বর ১২, ২০১০