জালালাবাদ: আফগানিস্তানের পূর্বাঞ্চলে জালালাবাদ বিমান বন্দরে শনিবার তালেবান জঙ্গিরা হামলা চালিয়েছে।
তবে আন্তর্জাতিক বাহিনী হামলা ব্যর্থ করে দিয়েছে।
নানঘরার রাজ্য সরকার এবং ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগী বাহিনী সূত্রে জানাগেছে, একটি যুদ্ধ বিমান নিরাপত্তা চৌকিতে হামলা চলায়। তবে তা আঘাত হানার আগেই ধ্বংস করা হয়। এতে ছয়জন জঙ্গি নিহত হয়েছে।
সরকারি মুখপাত্র আহমেদ জিয়া আবদুলজোই বলেন, নিহত ছয় জঙ্গির মধ্যে দুই আত্মঘাতী হামলাকারী নিজেরাই বিস্ফোরণ ঘটিয়ে মারাগেছেন। অপর চারজনকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হত্যা করে।
তবে আইএসএএফ জানায় আফগান ন্যাশনাল সেনা সৈন্যরা আট জঙ্গিকে গুলিকরে হত্যা করেছে। এর মধ্যে একজন আত্মঘাতী হামলাকারী ছিলেন।
তালেবান জঙ্গীরা আত্মঘাতী হামলার জন্য প্রায় প্রতিদিনই চেষ্টা করে। গত জুনে জালালাবাদ বিমান বন্দরে আল কায়দা হামলা চালিয়েছিল।
বাংলাদেশ স্থানীয় সময়: ১১১০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১০