কলকাতা: ধর্ষণকাণ্ডে আইনের কাছে কঠোর থেকে কঠোরতর শাস্তির জন্য আর্জি জানাতে প্রস্তুত রাজ্য সরকার। এমন কী ধর্ষণের মতো ঘটনায় অপরাধীর মৃত্যুদণ্ডের জন্যও আবেদন জানাতে চায় রাজ্য সরকার।
শুক্রবার কলকাতার মহাকরণে এই ঘোষণা দেন রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় মিত্র। গত কয়েকদিন ধরেই কামদুনির ঘটনায় অপরাধীদের মৃত্যুদণ্ডের দাবি উঠছিল সেখানকার বাসিন্দাদের পক্ষ থেকে।
এদিন বারাসত কাণ্ডের পরিপ্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন করেন মুখ্য সচিব সঞ্জয় মিত্র, স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়, ডিজি নগরাজিত মুখোপাধ্যায়, এডিজি (আইন শৃঙ্খলা) বাণীব্রত বসু, আইজি (আইন শৃঙ্খলা) অনুজ শর্মা।
এদিন তাদেরকে ন্যাশনাল ক্রাইম রেকর্ড’স ব্যুরোর রিপোর্ট অনুযায়ী নারী নিগ্রহে পশ্চিমবঙ্গের শীর্ষ স্থানে থাকা নিয়ে প্রশ্ন করা হয়।
ডিজি বলেন, এই রিপোর্টে অনেক অসঙ্গতি রয়েছে। নারী নিগ্রহের বিভিন্ন বিভাগ রয়েছে। ধর্ষণের ঘটনা ঘটলে দ্রুত সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এ প্রসঙ্গে নদীয়ায় ছাত্রী ধর্ষণের ঘটনায় আট মাসের মধ্যে অপরাধীকে যাবজ্জীবন কারদণ্ড দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
মুখ্যসচিব বলেন, রাজ্যে কিছু ধর্ষণ ও খুনের ঘটনা ঘটলেও দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এফআইআর করা হলে ফার্স্ট ট্র্যাক কোর্টে দ্রুত তার নিষ্পত্তি করা হচ্ছে। রাজ্য সরকার অপরাধের ক্ষেত্রে কোনো আপোষে যেতে চায় না।
এমন কী ধর্ষণের ঘটনায় আইনের কাছে প্রাণদণ্ডের আর্জি জানাতেও প্রস্তুত রাজ্য সরকার বলেন মুখ্যসচিব।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৩
এসবি/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর, এসএস