ঢাকা: দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাকে ১৯৬৪ সালের ১৪ জুন কারাদণ্ড দিয়ে কেপটাউন থেকে পাঠানো হয়েছিল সাত মাইল দূরের রোবেন দ্বীপে।
রোবেন দ্বীপের কারাগারে সাত ফুট চওড়া ও আট ফুট দৈর্ঘ্যের একটি কক্ষে ম্যান্ডেলা কাটান ১৮টি বছর।
গায়ের রং কালো ছিলো বলে কারাগারে বসেও শ্বেতাঙ্গ কারারক্ষীদের লাঞ্চনার শিকার হন তিনি।
দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ম্যান্ডেলা মোট ২৭ বছর কারাগারে বন্দী ছিলেন।
প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ম্যান্ডেলা কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গ সমাজের মধ্যে বৈষম্য কমানোর লক্ষ্যে সুদূরপ্রসারী সংস্কার আইন প্রনয়ণ করেন।
এক সপ্তাহ হয়ে গেলে প্রিটোরিয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শান্তিতে নোবেলজয়ী এ মানবতাবাদী নেতা। ফুসফুস সংক্রমণের কারণে গত শনিবার ভোরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
টানা পাঁচ দিন তার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকার পর দেশটির সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, তার অবস্থা এখন একটু উন্নতির দিকে।
হাসপাতালে ভর্তির পর থেকেই সারা বিশ্ব প্রার্থনা করতে থাকে অবিসংবাদিত বর্ণবাদী এই নেতার সুস্থতার জন্য।
বিশ্বের অন্যতম মানবতাবাদী এই মানুষটি ১৯১৮ সালের ১৮ জুলাই কেপটাউনের উমতাতু শহরে জন্মগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com