ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দু’মুখো বিড়াল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৭, জুন ১৪, ২০১৩
দু’মুখো বিড়াল

ঢাকা: যুক্তরাষ্ট্রে বিরল দু’মুখো বিড়ালের জন্ম হয়েছে। মঙ্গলবার দেশটির অরিজন অঙ্গরাজ্যের অ্যামিটি এলাকায় জন্ম নেয় এই মাদি বিড়াল ছানাটি।

এর দুটি মুখে চারটি চোখ ও দুইটি নাক রয়েছে।

দুই মুখ নিয়ে জন্ম নিলেও দেহের অন্যান্য অংশ স্বাভাবিক। বিড়াল ছানাটি এখন সুস্থ্য আছে।

বিড়াল ছানাটির মালিক স্টিফেন ডারকি এই বিড়াল ছানাটির দায়িত্ব নেন।    স্থানীয় সংবাদ মাধ্যম এনডব্লিউসিএন এ তথ্য জানায়।

ছানাটির নাম রাখা হয়েছে ডিউসি। জন্মের পর ছানাটিকে তার মা ত্যাগ করায় প্রতি দুই ঘন্টা অন্তর সিরিঞ্জ দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করেছেন মালিক ষ্টিফেন।

বাংলাদেশ সময় ১৭৩০ ঘণ্টা, জুন ১৪, ২০১৩
এমএমএস/ সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।