ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সবচেয়ে জনবহুল দেশ হবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪২, জুন ১৫, ২০১৩
সবচেয়ে জনবহুল দেশ হবে ভারত

ঢাকা: চীনকে পেছনে ফেলে ২০২৮ সালের পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হবে ভারত।

জাতিসংঘের এক জরিপে জানা গেছে, ওই সময় দুই দেশেরই জনসংখ্যা হবে ১৪৫ কোটি।

এরপর পর্যায়ক্রমে শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত ভারতের জনসংখ্যা বাড়তেই থাকবে, কিন্তু চীনের ধীরে ধীরে কমতে থাকবে।

২৩৩টি দেশের উপর গবেষণা চালিয়ে শুক্রবার এ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা বর্তমান ৭২০ কোটি থেকে ৯৬০ কোটিতে পৌঁছাবে। আগের ধারণার চেয়ে এ বৃদ্ধিহার অনেক বেশি। বিশেষ করে আফ্রিকার উন্নয়নশীল দেশগুলোয় জনসংখ্যা ব্যাপকহারে বাড়বে।

বর্তমান বিশ্বের ৪৯টি কম উন্নয়নশীল দেশের মোট জনসংখ্যা ৯০ কোটি থেকে ২০৫০ সালের মধ্যেই দ্বিগুণ হয়ে ১৮০ কোটিতে পৌঁছাবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তবে উন্নত দেশগুলোর জনসংখ্যা মোটামুটি অপরিবর্তিত থাকবে।

যেসব দেশের শিশু জন্মহার বেশি, সেসব দেশের নারীদের গর্ভধারণ সম্পর্কিত নতুন কিছু তথ্য বিশ্লেষণ করে নতুন এসব সংখ্যা জানা গেছে।

এতে আরও বলা হয়, চীন, ভারত ব্রাজিলের মতো বৃহৎ উন্নয়নশীল দেশগুলোর শিশু জন্মহার ব্যাপকভাবে কমেছে, কিন্তু নাইজেরিয়া, নাইজার, ইথিওপিয়া ও উগান্ডার মতো দেশগুলোয় উচ্চ জন্মহার অব্যাহত রয়েছে। চলতি শতাব্দীর মাঝামাঝি নাইজেরিয়ার জনসংখ্যা যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে এবং ২১০০ সালের মধ্যেই চীনের সঙ্গেও প্রতিদ্বন্দ্বীতা করবে। অন্যদিকে, ২০৩০ সালের পর থেকেই চীনের জনসংখ্যা কমতির দিকে থাকবে।

জাতিসংঘ প্রতি দুই বছর পরপর বৈশ্বিক জনসংখ্যার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কিত এসব তথ্য প্রকাশ করে থাকে।

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, জুন ১৫, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।