ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মমতার ‘ফেডারেল ফ্রন্ট’কে বিমানের কটাক্ষ

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০১, জুন ১৫, ২০১৩
মমতার ‘ফেডারেল ফ্রন্ট’কে বিমানের কটাক্ষ

কলকাতা : তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ফেডারেল ফ্রন্ট‘ গঠনের স্বপ্নকে কটাক্ষ করতে গিয়ে ফের বেহিসাবি ভাষা প্রয়োগে জড়িয়ে পড়লেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
    
শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে মমতার পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকরা বিমানবাবুকে প্রশ্ন করলে তিনি বলেন, ওটা ফেডারেল ফ্রন্ট না গুষ্টির পিণ্ডি ! সি পি এম রাজ্য সম্পাদকের শ্লেষাত্মক বক্তব্য-  যে পার্টিতেই (তৃণমূল) ডেমোক্র্যাসি নেই, তারা আবার ডেমোক্র্যাটিক ফ্রন্ট গঠনের কথা বলে কীভাবে ! ওই দল এবং বর্তমান সরকারের তো একজনই (মমতা বন্দ্যোপাধ্যায়) সব।

ওখানে তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট।

সি পি এমের বর্ষীয়ান পলিটব্যুরো সদস্য বিমান বসুর অভিযোগ, গত দু‘বছরে উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) একটাও সর্বদলীয় বৈঠক ডাকেননি। বিরোধী দলগুলির কোনও মতামতকেই উনি গুরুত্ব দেন না। বিমানবাবুর আশঙ্কা, যেভাবে রাজ্য চলছে তাতে অতি দ্রুত দুষ্টের দমন এবং শিষ্টের পালন না হলে পশ্চিমবঙ্গে জঙ্গলের রাজত্ব কায়েম হবে।
    
এদিন পার্টির দীর্ঘদিনের কর্মী বামপন্থী কর্মচারী সংগঠনের নেতা কমরেড ভবতোষ রায়ের স্মরণসভায় হাজির হন ফ্রন্ট চেয়ারম্যান। রাজ্যের সাবেক অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত এবং সি পি এম নেতা রবিন দেবও সেখানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় : ১১৫২ ঘণ্টা, জুন ১৫, ২০১৩
এস বি/ সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।