ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চিকিৎসার খরচ যোগাতে না পেরে ত্রিপুরায় নিজ কন্যা খুন!

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, জুন ১৫, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): চিকিৎসার খরচ যোগাতে না পেরে ছয় মাসের মেয়েকে শ্বাসরোধে হত্যা করেছে তার দিনমজুর বাবা।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ত্রিপুরার তেলিয়ামুড়াতে।



শনিবার রাজ্য পুলিশের মুখ্য কার্যালয় খবরটির সত্যতা স্বীকার করেছে।

ছয় মাসের শিশু লীনা মাথার জটিল রোগে ভুগছিল। চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। এত টাকা যোগাড় করা মজুর বাবার পক্ষে সম্ভব হচ্ছিল না। শেষপর্যন্ত তিনি নিজের হাতেই ছয় মাস বয়েসী মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন।

লীনা মাথার যে রোগে ভুগছিল, তাতে প্রতিদিন খরচ হচ্ছিল প্রায় দেড় হাজার টাকা। এর মধ্যে একটি করে দামি ইঞ্জেকশন দিতে হচ্ছিল তাকে, যার প্রতিটির দাম ছিল নয়শ টাকা।

লব দেবনাথ পেশায় সাধারণ দিন মজুর। তার পক্ষে প্রতিদিন এত টাকা মেয়ের চিকিৎসার জন্য খরচ করা সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি।

তারপর মেয়েটিকে বাড়ির পাশের একটি পরিত্যক্ত কুয়োতে ফেলে দেন।

শুক্রবার সন্ধ্যায় সেখান থেকে এলাকাবাসী শিশু লীনার দেহ উদ্ধার করে। তারপর জিজ্ঞাসাবাদে বাবা লব দেবনাথ স্বীকার করেন, সেই-ই তার মেয়েকে খুন করেছেন।
 
পুলিশ জানায়, অভিযুক্ত লব দেবনাথকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৩
তন্ময়/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।