ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সৌদির বাঙালিদের পাশে মমতা

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, জুন ১৮, ২০১৩
সৌদির বাঙালিদের পাশে মমতা

কলকাতা: সৌদি আরবে কাজ হারানো বাঙালি মুসলিমদের পাশে দাঁড়াচ্ছে মমতার সরকার। সৌদি সরকারের সাম্প্রতিক নির্দেশে পশ্চিমবঙ্গের ৯ হাজার ৩শ’ ৩২জন বাঙালিও সে দেশ ছেড়ে আসতে বাধ্য হচ্ছেন।



আরব থেকে তাদের নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করছে রাজ্য। বিমানযোগে কলকাতায় পৌঁছে দেওয়ার পাশাপাশি কর্মহারাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে কর্মক্ষম করে তুলতেও উদ্যোগী রাজ্য সরকার।

রাজ্য হজ কমিটির সদস্যদের নিয়ে এ বিষয়ে কলকাতা পুরভবনে উচ্চপর্যায়ের এক বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন রাজ্য হজ কমিটির বিশেষ কর্মকর্তা খলিল আহমেদসহ পাসপোর্ট, কাস্টমস এবং বিমানবন্দরের কর্মকর্তারা।

প্রসঙ্গত, সৌদি আরবে কর্মরত ভারতীয়ের সংখ্যা প্রায় ৭৮ হাজার। সম্প্রতি সৌদি সরকার সিদ্ধান্ত নিয়েছে, নিজেদের দেশের বেকার যুবকদের কর্মক্ষম করে তুলতে বিদেশিদের নিয়োগ বন্ধ করা হবে। ফলে সৌদিতে নিযুক্ত ৭৮ হাজার ভারতীয় কর্মী কাজ হারাতে চলেছেন। যাদের মধ্যে আছেন পশ্চিমবঙ্গের ৯ হাজার ৩শ’ ২২ জন।

আগামী ২৫ জুন দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও এ বিষয়ে বিশেষ বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য হজ কমিটির বিশেষ কর্মকর্তা খলিল আহমেদ। আটকে পড়া বাঙালিদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সে বিষয়ে ওই দিনের বৈঠকে রাজ্য সরকারের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা নেবেন খলিল সাহেব। তিনি ছাড়াও উপস্থিত থাকবেন রাজ্য হজ কমিটির অপর উচ্চপদস্থ কর্মকর্তা মোতাল্লেব আলি সর্দার।

রাজ্য হজ কমিটির সদস্য শিক্ষক এটিএম ফারহাদ জানান, সৌদিতে দীর্ঘদিন কাজে যুক্ত থাকা বাঙালিদের পাশে থাকতে চায় রাজ্য। রাজ্যের প্রাথমিক পরিকল্পনা কাজ হারানো কর্মীদের প্রত্যেককে বেকার ভাতা বা বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করানো।

রাজ্য সরকারের এক কর্মকর্তা জানান, এই যুবকদের অধিকাংশই মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার, দুই দিনাজপুর, দুই চব্বিশ পরগনা ও হুগলির বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুন ১৮, ২০১৩
এসবি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।