ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চীনের প্রথম মহাকাশবার্তা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, জুন ২০, ২০১৩
চীনের প্রথম মহাকাশবার্তা

ঢাকা: চীনের দ্বিতীয় নারী নভোচারী ওয়াং ইয়াপিং (৩৩) দেশটির ইতিহাসে প্রথমবারের মতো একটি ভিডিও বার্তা পাঠালেন মহাকাশ থেকে।

কয়েকজন সহকর্মীর মাধ্যমে ঘূর্ণায়মান বস্তু, বল ও পানির সাহায্যে  লাইভ ভিডিও বার্তাটিতে ওয়াং ইয়াপিং শিক্ষার্থীদের পদার্থের উন্মুক্ত পতনে ওজনহীনতা ব্যাখ্যা করেন।



ওয়াং ইয়াপিং শেনঝৌ মহাকাশযানের তিয়ানগং-১ পরীক্ষাগার থেকে লাইভ ভিডিও বার্তাটিতে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

চীনের মানুষবাহী পঞ্চম মহাকাশযান শেনঝৌ-১০ জুনের ২৫ অথবা ২৬ তারিখ মহাকাশে এর যাত্রা শেষ করবে।

ইয়াপিং মহাকাশে বসে পদার্থের ওজন ও ভর নিয়ে বিভিন্ন রকম গবেষণা করেছেন।

ঘূর্ণায়মানবস্তুর গতিতত্ত্ব ব্যাখ্যার জন্য ইয়াপিং ব্যবহার করেছেন ঘূর্ণায়মান বস্তু, তারের সাথে একটি বলকে যুক্ত করে দেখিয়েছেন দোলন গতি।

বেইজিং মিডিয়া কর্তৃপক্ষ জানায়, ইয়াপিংয়ের কথা শোনার জন্য বেইজিংযের একটি  বিশেষ শ্রেণিকক্ষে চীনের প্রায় ৩৩০টি বিদ্যালয়ের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা উপস্থিত ছিলো।

শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরে ইয়াপিং মহাকাশে যা যা দেখেছেন তার বর্ণনা দেন।

একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা এখান থেকে তারাগুলোকে আরও বেশি উজ্জ্বল দেখেছি। কিন্তু তারা মিটিমিটি করে জ্বলে না। ’

 ‘আমরা এখানে কোনো নীল আকশ দেখিনি, এখানে আকাশ কালো। আমরা প্রতি ৯০ মিনিটে পৃথিবী প্রদক্ষিণ করেছি যে জন্য প্রতিবারই আমরা ১৬ বার সূর্যোদয় দেখেছি। ’

চীনের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যঅনুসারে, দেশের প্রায় ৬ কোটি শিক্ষক ও শিক্ষার্থী ইয়াংপির এ লাইভ ভিডিও দেখতে চেয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুন ২০, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-
eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।