কলকাতা: ভারতে ডলারের বিপরীতে অস্বাভাবিক হারে রুপির দাম পড়তে থাকায় সরকার যথেষ্ট চিন্তিত। এই অস্বাভাবিক পতনকে রুখতে প্রয়োজনে সরকার সরাসরি ব্যবস্থা নিচ্ছে বলে জানালেন দেশের অর্থনৈতিক দপ্তরের উপদেষ্টা রঘুরাম রঞ্জন।
বৃহস্পতিবার ভারতে ডলারের বিপরীতে রুপির দাম ৫৯.৭০ এর নীচে চলতে শুরু করে। খোলার পরেই কিছুক্ষণের মধ্যে ব্যাপক পতনের ফলে বন্ধ হয়ে যায় ভারতের সরকারি বন্ড কেনাবেচার বাজার। রুপির দামের পতনের ফলে মুম্বাই শেয়ার বাজারেও পতন দেখা দেয়। মুম্বাই শেয়ার বাজারের সূচক ৪০০ পয়েন্টের বেশি পড়ে যায়। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচকও ২% পড়ে যায়।
রঘুরাম রঞ্জন সাংবাদিকদের জানান, সরকার রুপির দামের দিকে নজর রেখেছে। সরকার রুপির দামের এই পতনকে নিয়ন্ত্রণ করতে পারবে কিনা তা জানতে চাওয়া হলে রঘুরাম রঞ্জন জানান সরকারের হাতে এই অস্বাভাবিক পতন নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে। দরকার হলে সরকার সেই ব্যবস্থা গ্রহণ করবে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুন ২০, ২০১৩
ভাস্কর সরদার/ সম্পাদনা: এসএস