ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অ্যান্টনির সফরের মধ্যেও চীনের হুমকি

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০১, জুলাই ৫, ২০১৩
অ্যান্টনির সফরের মধ্যেও চীনের হুমকি

নয়াদিল্লি: তিন দিনের চিন সফরে বৃহস্পতিবার বেজিংয়ে গিয়েছেন  ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনি। টানা সাত বছর পর প্রথমবার কোনও প্রতিরক্ষামন্ত্রী চীন সফরে গেলেন।



এর আগে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে থাকাকালে প্রণব মুখোপাধ্যায় চীন সফর করেছিলেন। স্বভাবতই, অ্যান্টনির এই সফর ঘিরে দু’দেশের রাজনৈতিক মহলে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে।

কিন্তু অ্যান্টনি বেজিংয়ে পা রাখার ঠিক আগে নয়াদিল্লির প্রতি কড়া বার্তা দিয়ে নতুন করে বিতর্ক তৈরি করল বেজিং। এদিন সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন সেদেশের সেনাবাহিনীর মুখপাত্র।

নয়াদিল্লিকে নরম হুমকি দিয়ে বলেন, ভারত যেন সীমান্তে সেনা নিয়োগ নিয়ে বাড়াবাড়ি করে নতুন কোনও সমস্যা না ডেকে আনে। এদিন বেজিংয়ে সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল লুও ইউয়ান সাংবাদিকদের বলেন, ‘ভারতই একমাত্র দেশ যারা বলে চীনের সেনা আগ্রাসনের মোকাবিলা করতেই নিজেদের সেনাবাহিনীর শক্তিকে বাড়াতে হচ্ছে।

অর্থাৎ ভারত যখন একথা বলছে, তখন চীনের সম্বন্ধে কিছু বলা বা করার আগে তাদের একটু বেশি সতর্ক হতে হবে। ’ তাঁর হুমকি, ‘ভারত যেন সীমান্তে সেনা সংখ্যা বাড়িয়ে নতুন করে কোনও সমস্যা না ডেকে আনে। প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনির সফরের মুখে বেজিংয়ের এ বক্তব্য ভারতকে অবাক করেছে।

বাংলাদেশ সময় : ১৪৫১ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৩
এসপি/সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।