নয়াদিল্লি: ভারতের খাদ্য সুরক্ষা বিল পাসের ব্যাপারে বাধা দেওয়ায় বিরোধী দলগুলোর সমালোচনা করেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী।
এছাড়া তাদের ক্ষমতালোভীও বলেছেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে সুরতগড় বিদ্যুৎ কেন্দ্রে সুপার ক্রিটিকেল পাওয়ার ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ সমালোচনা করেন।
সনিয়া গান্ধী বলেন, “কয়েকটি রাজনৈতিক দল দেশে অস্থিরতা সৃষ্টির জন্য ষড়যন্ত্র চালাচ্ছে। তাদের উন্নয়ন নিয়ে কোনও মাথাব্যথা নেই। ক্ষমতাই তাদের একমাত্র লক্ষ্য। এদের ব্যাপারে সতর্ক হওয়ার সময় এসেছে। ”
খাদ্য সুরক্ষা বিল নিয়ে বিজেপি’র বিরোধিতার বিপরীতে সনিয়া বলেন, “আমরা (ইউপিএ) চাই- পেটে ক্ষুধা নিয়ে কেউ যেন ঘুমাতে না যায়। সেজন্যই খাদ্য সুরক্ষা বিল আনতে চাচ্ছি। কিন্তু বিরোধীরা বাধা সৃষ্টি করছে। কিন্তু সংসদে বিলটি অনুমোদন করতে দিলে অনেক আগেই এটা কার্যকর হয়ে যেত। ”
তিনি অভিযোগ করে বলেন, আমরা যখনই সাধারণ মানুষের জন্য কোনও উন্নয়ন কর্মসূচি গ্রহণ করি, তখনই বিরোধী দলগুলো তার বিরোধিতা করে। কংগ্রেস ভালো কিছু করতে চাইলে তার বিরোধিতা করাটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে তাদের।
হাজার চক্রান্ত ও বিরোধিতা সত্ত্বেও পূর্ণ উদ্যমে দেশের উন্নয়নে কাজ করে যাবেন বলে আত্মবিশ্বাস প্রকাশ করেন সনিয়া।
বক্তব্যের শেষে তিনি বলেন, “দরিদ্র, অনগ্রসর শ্রেণি, মহিলা ও কৃষকদের সার্বিক উন্নতির জন্য কাজ করে যেতে কংগ্রেস বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী মনমোহন সিং সেই লক্ষ্যেই কাজ করে যাওয়ার জন্য একাধিক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ”
বাংলাদেশ সময় : ১৩৪৪ ঘণ্টা, জুন ২১, ২০১৩
এস পি/সম্পাদনা: মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর, এসএস