ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মুরসির সমর্থকদের মিছিলে গুলি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১২, জুলাই ২৪, ২০১৩
মুরসির সমর্থকদের মিছিলে গুলি

ঢাকা: মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের মিছিলে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি  চালিয়েছে। মিশরের রাজধানী কায়রোর উত্তরাঞ্চলে হেলিওপোলিস শহরে দিয়ে বুধবার সকালে মিছিল নিয়ে যাওয়ার সময় তাদের ওপর এ হামলার ঘটনা ঘটে।

কায়রো থেকে আল-জাজিরার সংবাদাতা জানান, মুরসি সমর্থকরা বলেছেন অজ্ঞাত বন্দুকধারীরা একটি উঁচু স্থান থেকে তাদের ওপর গুলি চালিয়েছে।

মুরসি সমর্থকের অভিযোগ, গুলিতে তাদের কয়েকজন আহত হয়েছেন।

তারা বলছেন, এর মাধ্যমে আবারও যে বিষয়টি সামনে এলো তাহলো মুসলিম ব্রাদারহুড ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের সমর্থকদের মিছিল-সমাবেশকে সহ্য করা হচ্ছে না।

নাসর সিটির একটি হাসপাতালে থেকে তোলা ফুটেছে দেখা গেছে, রক্তাক্ত অবস্থায় ট্রলিতে কয়েকজনকে হাসপাতালে নেয়া হচ্ছে। বেশ কয়েকজনকে অচেতন অবস্থায় দেখা গেছে।

মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর দেশটি সহিংসতায় কমপক্ষে একশ লোক নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।