ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে দারিদ্র্যের হার কমে হয়েছে ২১.৯ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৭, জুলাই ২৪, ২০১৩

নয়াদিল্লি: দেশে গরিব কমেছে বলে দাবি করল ভারতের যোজনা কমিশন। কমিশনের বক্তব্য অনুযায়ী, ২০০৪-০৫ সালে ভারতে দারিদ্র্যের হার ছিল ৩৭.২ শতাংশ, ২০১১-১২ সালে সে হার কমে হয়েছে ২১.৯ শতাংশ।


 
কমিশন সূত্রে বলা হয়েছে, ২০১১-১২ সালে গ্রামের বসবাসকারী মানুষের মাথা-পিছু আয় ছিল ৮১৬ টাকা। আর শহরবাসীর মাথা-পিছু আয় ছিল ১০০০ টাকা। মন্টেক সিং অহলুওয়ালার বক্তব্য, যাদের দৈনিক আয় ৩২ টাকার কম তারা দারিদ্র্যসীমার নিচে বাস করেন। অর্থাৎ ৩২ টাকা বা তার বেশি যাদের আয়, তারা গরিব নন।

কমিশনের বক্তব্য অনুযায়ী, শহরে বসবাসকারী মানুষের মধ্যে যারা ভোগ্যপণ্য ও অন্যান্য পরিষেবা পেতে দিনে ৩৩.৩৩ টাকা খরচ করেন এবং গ্রামে একই কারণে যারা দিনে ২৭.২০ টাকা খরচ করেন তারা গরিব বলে গণ্য হবেন না।

কমিশন আরও জানিয়েছে, ভারতীয়দের মধ্যে যে পরিবারে সদস্য সংখ্যা পাঁচ জন তাদের মধ্যে শহরে বসবাসকারী পরিবারের মাসে খরচ হয় পাচ হাজার টাকা এবং গ্রামের বাসিন্দা পরিবারের মাসিক খরচ হয় ৪০৮০ টাকা। এ পরিবারগুলোর সকলেই দারিদ্র্যসীমারেখায় বাস করে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-
eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।