ঢাকা: সদ্যজাত ব্রিটেনের রাজপরিবারের নতুন অতিথির সঙ্গে দেখা করতে কেনসিংটন প্যালেসে গিয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ।
বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নাতি প্রিন্স উইলিয়াম, নাতবৌ কেট মিডলটন এবং প্রপৌত্র’র সঙ্গে দেখা করতে বাকিংহাম প্যালেস থেকে কেনসিংটন প্যালেসে যান রানী।
এর আগে, সোমবার মধ্যরাতে পশ্চিম লন্ডনের সেন্ট ম্যারি’স হাসপাতালে সন্তান জন্মদানের পর মঙ্গলবার রাতে রাজপ্রাসাদে ফিরেন ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ ।
নতুন অতিথির আগমনী সংবাদ পাওয়ার পর রানী বাকিংহাম প্যালেসের এক অতিথিকে উচ্ছ্বাস প্রকাশ করে জানান, ‘রাজপরিবারের নয়া সংস্করণে তিনি ‘অভিভূত’।
গত সপ্তাহে তিনি কৌতুক করে তাড়াতাড়ি প্রপৌত্র জন্ম দেওয়ার জন্য নাতবৌকে তাড়া দেন।
রানীর পুত্র প্রিন্স চার্লস ও নাতি প্রিন্স উইলিয়ামের পর নতুন প্রিন্সই হবেন রাজপরিবারের উত্তরাধিকারী। তবে এই প্রিন্সের নাম এখনও নির্ধারিত হয়নি।
আর তার নাম কী দেওয়া হচ্ছে এখন তা নিয়েই উৎসাহ বাড়ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com