ঢাকা: ‘যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই, মিলেলও মিলতে পারে, অমূল্য রতন। ’ এই প্রবাদে ক’জন বিশ্বাস করেন কে জানে।
কিন্তু প্রতিবেদনটি পড়ার পর প্রবাদটি বিশ্বাস না করার উপায় নেই, বরং মনে প্রাণেই বিশ্বাস করতে হবে বৈকি!
যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম জানিয়েছে, ম্যাসাচুসেটসের এক দম্পতি আবর্জনা পরিষ্কার করার সময় এক মিলিয়ন (১০ লাখ) মার্কিন ডলার বিজয়ী একটি লটারির টিকিট খুঁজে পেয়েছেন।
অবশ্য স্থানীয় লটারি কমিশনের মতে নর্থ অ্যাটেলবোরাফের বাসিন্দা জোসেফ জাগামি ও তার স্ত্রী জোয়ানে দাবি করেছেন, মুদি দোকান থেকে কেনাকাটার সময় পাঁচ ডলারের একটি লটারির টিকিট কিনেন তারা।
কিন্তু কেনাকাটার এক পর্যায়ে ভুলক্রমে বাজারের ব্যাগেই টিকিটটি রেখে দেন তারা। বাড়ি ফিরে জিনিসপত্র গুছিয়ে রাখলেও বাজারের ব্যাগের সঙ্গেই টিকিটটিকে আবর্জনার স্তূপে ফেলে দেন।
পরদিন স্বামী জোসেফ স্ত্রীর কাছে লটারিটি স্ক্র্যাচ করা হয়েছে কিনা জানতে চান। স্ত্রীর না সূচক জবাবে ময়লার স্তূপে টিকিটটি খুঁজতে যান তারা।
আবর্জনার স্তূপ থেকে টিকিটটি পেয়ে যাওয়া যেমন কাকতালীয় তেমনি বিজয়ী হয়ে যাওয়াও পুরোদমে অবিশ্বাস্য জোসেফ দম্পতির কাছে।
লটারি কমিশন জানায়, বুধবার নিজেদের প্রাপ্ত টাকা বুঝে পেয়েছেন জোসেফ দম্পতি।
এখন প্রবাদপ্রেমীরা বেশ জোর দিয়েই বলতে পারেন...মিললেও মিলতে পারে, অমূল্য রতন!
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com