ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রয়েল বেবির নাম জর্জ আলেকজান্ডার লুইস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০০, জুলাই ২৫, ২০১৩
রয়েল বেবির নাম জর্জ আলেকজান্ডার লুইস

ঢাকা: বৃটিশ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারের নাম রাখা হয়েছে প্রিন্স জর্জ আলেকজান্ডার লুইস। তাকে সম্মানার্থে প্রিন্স জর্জ অব ক্যামব্রিজ নামেই ডাকা হবে।

বুধবার ডিউক অব ক্যামব্রিজ এবং ডিউক অব ডাচেস তাদের নবাগত সন্তানের এই নাম রাখেন। যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কেনসিংটন প্যালেস থেকে এক বিবৃতির মাধ্যমে এই নাম ঘোষণা করা হয়।

ঘোষণায় বলা হয়, ডিউক এবং ডাচেস ক্যামব্রিজ তাদের সন্তানের নাম ঘোষণা করতে পেরে দারুণ আনন্দিত।

নবজাতকের নাম জর্জ আলেকজান্ডার লুইস। তাকে প্রিন্স জর্জ অব ক্যামব্রিজ নামে ডাকা হবে।

জানা যায়, রয়েল দম্পতি ব্রিটিশ রাজপরিবারে ঐতিহ্য অনুযায়ী নাম রাখার পক্ষেই মত দেন। এর আগে ছয়জন ব্রিটিশ রাজার নাম জর্জ রাখা হয়েছিল।

সোমবার লন্ডনের স্থানীয় সময় বিকেল চারটা চব্বিশ মিনিটে জন্মগ্রহণ করে সদ্য নাম পাওয়া জর্জ। এর দুইদিন পর বুধবার এই নাম ঘোষণা করা হলো।

বর্তমানে তাদের পুরো পরিবার কেনসিংটনে এক রাত কাটিয়ে কেট মিডলটনের বাড়ি বার্কশায়ারের ব্লাকবেরিতে আছেন।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।