ঢাকা: ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পরিকাঠামোর উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার ৪শ’ কোটি টাকা মঞ্জুর করেছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রণালয় উত্তর-পূর্বের রেল ও বিদ্যুৎকেন্দ্রের পরিকাঠামোর উন্নয়নের জন্য এই অর্থ বরাদ্দ করেছে।
২০১৪ সালের মার্চ মাসের মধ্যে এই অর্থের মঞ্জুরি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলের পরিকাঠামো উন্নয়নের প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখতে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে।
উত্তর-পূর্বের পরিকাঠামো উন্নয়নের অগ্রাধিকার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে- অরুণাচল প্রদেশকে রেল পরিসেবায় যুক্ত করা। দ্বিতীয়টি হল মেঘালয়কে রেলে যুক্ত করার জন্য মিটারগেজ থেকে ব্রডগেজে রূপান্তর করা। একইসঙ্গে লামডিং থেকে শিলচর পর্যন্ত রেললাইনকে মিটারগেজ থেকে ব্রডগেজে রূপান্তর করার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া গ্যাস ও জলবিদ্যুৎ প্রকল্পগুলোর যেগুলোর কাজ দীর্ঘদিন ধরে অর্থের অভাবে আটকে রয়েছে সেগুলোকে অবিলম্বে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৩
এসপি/সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর, এসএস