ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সমীক্ষা রিপোর্টে ভারত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, জুলাই ২৫, ২০১৩

নয়াদিল্লি: ভারতের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটের উপর সমীক্ষা রিপোর্ট পেশ করল ফোরসিগেম ডট কম। মাইক্রোসেক রিসার্চের সহযোগিতায় এ অনলাইন সমীক্ষায় সারা দেশের প্রায় ১৯ হাজার মানুষ অংশগ্রহণ করেছেন।



প্রধানমন্ত্রী হলে আপনি সবার প্রথমে কোন বিষয়টি দেশ থেকে নির্মূল করতে চান, নারী ধর্ষণের যোগ্য শাস্তি কি হতে পারে, উত্তরাখণ্ডের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের জন্য মূল দায়ী কে? এ ধরনের দশটি প্রশ্ন সমীক্ষায় করা হয়। সমীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য প্রতিটি প্রশ্নের প্রেক্ষিতে একাধিক বিকল্প উত্তর দেওয়ার ব্যবস্থাও ছিল।

অংশগ্রহণকারীদের অধিকাংশই তাদের রায়ে জানিয়েছেন, প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেলে তারা দুর্নীতি, মূল্যবৃদ্ধি ও নারীদের প্রতি অপরাধমূলক আচরণকে সবার আগে নির্মূল করতে চান। পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে দুর্নীতি ও মূল্যবৃদ্ধি মূল ইস্যু হতে চলেছে বলে নিজেদের রায়ে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

অন্যদিকে ভারতে বর্তমান সময়ের আলোচিত বিষয় ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডকেই যোগ্য শাস্তি বলে মত দিয়েছেন সমীক্ষায় অংশগ্রহণ করা সিংহভাগ মানুষ। সমীক্ষার এক প্রশ্নের উত্তরে তিন-চতুর্থাংশ অংশগ্রহণকারী উত্তরাখণ্ডের ভয়াবহ ধ্বংসলীলার জন্য মানুষকেই দায়ী করেছেন।
 
সমীক্ষায় অংশগ্রহণকারীদের ৬৭ শতাংশেরই বয়স আঠারো থেকে ত্রিশের মধ্যে। তাই সমীক্ষার এসব তথ্যকে যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করে ফোরসিগেম ডট কমের চেয়ারম্যান বনওয়ারিলাল মিত্তল জানান, প্রচুর সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থাকলেও গ্রাহকদের সংযুক্ত করার জন্য কোন সোশ্যাল সাইট নেই। ফোরসিগেম ডট কম সেই অভাব মেটাতে সাহায্য করবে।

অন্যদিকে সমীক্ষার রিপোর্ট নিয়ে তিনি জানান, এ রিপোর্ট হাতে পাওয়ার পর আমি খানিকটা বিস্মিত হয়েছিলাম এই ভেবে যে আমাদের যুব সমাজ কতটা বাস্তবমুখী ও বিশ্লেষণী মনোভাবের। তবে এ ফল থেকে নিশ্চিত ভারতের ভবিষ্যৎ যুব সম্প্রদায়ের হাতে নিরাপদেই আছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।