নয়াদিল্লি: বাংলাদেশের সঙ্গে ভূমি সীমান্ত চুক্তির খসড়াকে সমর্থন করার জন্য রাজ্যসভার বিরোধী নেতা অরুণ জেটলিকে অনুরোধ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মণি।
দীর্ঘদিন ধরেই এ চুক্তির বিরোধিতা করে আসছে জেটলির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
এই মুহূর্তে ভারত সফর আছেন দীপু মণি। এ চুক্তি প্রসঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সালমন খুরশিদের সঙ্গেও আলোচনায় বসার কথা রয়েছে তার।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com