নয়াদিল্লি : ভারতের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর নাম বিজেপিতে ঘোষণার হওয়ার পর দলের মধ্যে ও দলের বাইরে মোদীর বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য দেখা দিয়েছে। গত কয়েকদিন আগে তেমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
অর্থনীতিতে নোবেল জিতে যিনি ভারতের নাম সবার উপরে নিয়ে গিয়েছিলেন, সেই অমর্ত্য সেনের ভারতরত্ন কেড়ে নেওয়ার দাবি তুললেন বিজেপি সাংসদ চন্দন মিত্র।
বিজেপি ক্ষমতায় এলে অমর্ত্য সেনের ভারতরত্ন কেড়ে নেওয়া হবে এমন হুমকিও দিয়েছেন বিজেপির এই সাংবাদিক-সাংসদ। নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে রাজি নই- অমর্ত্য সেনের এমন মন্তব্যে বিজেপি যে কতটা ক্ষুব্ধ তারই একটা নমুনা দেখালেন এই বিজেপি সাংসদ।
চন্দন একের পর এক টুইট করে বলেছেন, অমর্ত্য সেন ভারতীয় নন, তাই বহিরাগত হিসেবে ভারতের প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে মন্তব্য করা ঠিক হয়নি। এমন কী অমর্ত্য সেনকে কংগ্রেসে যোগ দেওয়ার পরামর্শ দিয়ে কটাক্ষও করেছেন চন্দন।
উল্লেখ্য, অমর্ত্য সেন ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। ঠিক তার পরের বছরে তাঁকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়।
অমর্ত্য সেনের ভারতরত্ন কেড়ে নেওয়ার বিজেপির দাবি উড়িয়ে দিয়েছে কংগ্রেস। শশী থারুর থেকে মনীশ তিওয়ারি চন্দনের এই দাবিকে তীব্র সমালোচনা করেছেন।
বাংলাদেশ সময় : ১৮২৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৩
এস পি/ সম্পাদনা: এসএস