নয়াদিল্লি: বেহাল অর্থনীতির প্রশ্নে ফের নরেন্দ্র মোদির তোপের মুখে প্রধানমন্ত্রী মনমোহন সিং। অর্থনীতির ভঙ্গুর দশা নিয়ে মনমোহনকে কটাক্ষ করলেন মোদি।
ভারতের আর্থিক বেহাল দশার মূল কারণ কেন্দ্রীয় সরকারে নেতৃত্বের অভাব এবং নীতিহীনতা। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন সরকারকে অভিযুক্ত করে গুজরাটের মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার অভাবেই মধ্যবিত্তরা শেয়ার বাজারের উপর থেকে আগ্রহ হারাচ্ছেন। পাশাপাশি মূল্য বৃদ্ধি ঘটছে, আর্থিক সঞ্চয় কমছে। ’
সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির নেতৃত্বাধীন এনডিএ জমানার সঙ্গে বর্তমান ইউপিএ জমানার তুলনা টেনে বিজেপির প্রচার কমিটির প্রধান নরেন্দ্র মোদি বলেন, ‘দেশ যখন স্বাধীন হয়, তখন এক ডলারের দাম ছিল ১ টাকা। অটলজির আমলে এক ডলারের দাম দাঁড়ায় ৪২ টাকা। প্রথম ইউপিএর সময় তা হয় ৪৪ টাকা। এখন এক ডলারের মূল্য ৬০ টাকা। ’
পাশাপাশি দেশের বিদ্যুৎ সংকট নিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘দেশে কয়লার ভাল যোগান ও বিদ্যুৎ উৎপাদনের প্রকৃত ব্যবস্থা থাকলেও, ভারতের বেশিরভাগ রাজ্য বিদ্যুৎ সংকটে ভোগে। ’
এমনকি প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের টাকা গাছে ফলে না মন্তব্যকে কটাক্ষ করে এদিন মুখ্যমন্ত্রী জবাব দেন, গুজরাটিরা বিশ্বাস করেন কারখানায় টাকা জম্মায়। কৃষক-শ্রমিকরা নিজেদের শ্রম দিয়ে টাকা ফলায়। কৃষিক্ষেত্রে ও শিল্পোৎপাদনের মধ্য দিয়েই টাকা ফলে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com