ঢাকা: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র মাথা ন্যাড়া করেছেন। লিউকেমিয়ায় আক্রান্ত একটি শিশুর প্রতি সমর্থন দেখাতেই ৮৯ বছর বয়সী এ রিপাবলিক্যান মাথা ন্যাড়া করেন।
সিক্রেট সার্ভিসের সব সদস্যদের ন্যাড়া দেখে তিনিও চলতি সপ্তাহে প্রিয় ধূসর রংয়ের চুলগুলো ফেলে দেন বলে বুধবার তার মুখপাত্র এক বিবৃতিতে জানান।
সিক্রেট সার্ভিসের এক সদস্যের সন্তান প্যাট্রিক। ক্যান্সারে আক্রান্ত দুই বছরের প্যাট্রিককে চিকিৎসা দেয়া হচ্ছে। এ কারণে মাথার চুল হারিয়ে ফেলেছে সে। তার পরিবারের সদস্যদের মনে সাহস যোগাতেই সিক্রেট সার্ভিসের সব সদস্য মাথা ন্যাড়া করেন।
প্যাট্রিককে সহায়তা করার জন্য প্যাট্রিক’স পালস একটি ওয়েবসাইটও নামে খোলা হয়েছে। যেকেউ ওয়েবসাইটটি ভিজিট করে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বহনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। প্রায় ৬০ বছর আগে লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় বুশ সিনিয়রের দ্বিতীয় সন্তান রবিন। ওবামার উত্তরসূরি জর্জ ডব্লিউ বুশের বাবা হচ্ছেন বুশ সিনিয়র। তিনি ১৯৮৯ থেকে ১৯৯৩ যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com