ঢাকা: আনুষ্ঠানিকভাবে নিজের রাজনৈতিক দলের ঘোষণা দিলেন আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।
যুক্তরাজ্যের লন্ডনস্থ ইকুয়েডরের দূতাবাস থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে অস্ট্রেলিয়ার মেলবোর্নের এক লাইব্রেরিতে ‘উইকিলিকস পার্টি’র যাত্রা ঘোষণা করেন তিনি।
বৃহস্পতিবার দল ঘোষণার সময় অস্ট্রেলিয়ার আসন্ন সিনেট নির্বাচনে নিজের প্রার্থীতাও ঘোষণা করেন অ্যাসাঞ্জ। এ বছরের শেষের দিকে ওই নির্বাচনে অ্যাসাঞ্জসহ তার দলের মোট সাতজন লড়াই করবেন।
সুইডেনে যৌন হয়রানি করার অভিযোগের মামলার ফেরারি আসামি ইকুয়েডরের দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। তিনি অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন বলে জানিয়েছেন তার মুখপাত্র সামানথা ক্রস।
ক্রস জানান, নির্বাচনে দাঁড়ানোর জন্য অস্ট্রেলিয়ায় ফেরত যেতে চান তিনি (অ্যাসাঞ্জ)। অস্ট্রেলিয়ায় ফেরার ব্যাপারে আশাবাদী তিনি।
ভিক্টোরিয়া রাজ্য থেকে নির্বাচনে লড়াই করার কথা অ্যাসাঞ্জের। যদি অস্ট্রেলিয়ায় ফেরা সম্ভব না হয় তাহলে নির্বাচনে রানিংমেটকে মনোনয়ন দেয়া দেবে উইকিলিকস পার্টি।
জামিনের শর্ত ভঙ্গ করে ইকুয়েডরের দূতাবাস থাকা অ্যাসাঞ্জ দূতাবাস থেকে বের হলেই তাকে গ্রেফতারের নির্দেশ রয়েছে যুক্তরাজ্য পুলিশের।
২০১০ সালে যুক্তরাষ্ট্রের লাখো কূটনীতিক গোপন নথি ফাঁস করে দিয়ে বিশ্বব্যাপী আলোচনার ঝড় তুলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com