ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতরত্ন ফিরিয়ে দেবেন অমর্ত্য সেন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৪, জুলাই ২৫, ২০১৩
ভারতরত্ন ফিরিয়ে দেবেন অমর্ত্য সেন!

ঢাকা: ভারতরত্ন কেড়ে নেওয়ার বিষয়ে বিজেপি এমপি চন্দন মিত্রার সমালোচনার জবাব দিয়েছেন নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

তিনি বলেন, অটল বিহারী বাজপেয়ী চাইলে আমি ভারতরত্ন ফিরিয়ে দিতে রাজি আছি।



টাইমস নাউ পত্রিকাকে অর্মত্য সেন বলেন, চন্দন হয়ত জানেন না যে বিজেপি নেতৃত্বাধীন সরকার আমাকে ভারত রত্ন পদক দিয়েছে। এই পুরস্কার আমার হাতে তুলে দেন অটল বিহারী বাজপেয়ী। যদি বাজপেয়ী চায় তাহলে আমি অবশ্যই এই পুরস্কার ফেরত দেব।

এদিকে অমর্ত্য সেনের মতো স্বনামখ্যাত অর্থনীতিবিদের ভারতরত্ন কেড়ে নেওয়ার হুমকি দেওয়ার জন্য বিজেপির সমালোচনা করেছেন ক্ষমতাসীন কংগ্রেস। তারা এটাকে বিজেপির ‘ফ্যাসিস্ট মানসিকতার’ পরিচয় বলে মন্তব্য করে।

বিজেপি ক্ষমতায় এলে অমর্ত্য সেনের ভারতরত্ন কেড়ে নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন বিজেপির সাংবাদিক-সাংসদ  চন্দন মিত্র। সম্প্রতি বিজেপি নেতা নরেন্দ্র মোদিকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না- অমর্ত্য সেনের এমন মন্তব্যের পর চন্দন মিত্র এ হুমকি দেন।

চন্দন টুইট করে বলেন, অমর্ত্য সেন ভারতীয় নন, তাই বহিরাগত হিসেবে ভারতের প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে মন্তব্য করা ঠিক হয়নি। এমনকি অমর্ত্য সেনকে কংগ্রেসে যোগ দেওয়ার পরামর্শ দিয়ে কটাক্ষও করেছেন চন্দন।
    
উল্লেখ্য, অমর্ত্য সেন ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। ঠিক তার পরের বছরে তাঁকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।