কলকাতা: শেষ হল পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে একযোগে শুরু হওয়া পঞ্চম তথা শেষ দফার ভোটগ্রহণ পর্বে ৭৩ শতাংশ ভোট পড়েছে।
শেষ দফায় পঞ্চায়েত ভোটগ্রহণ চলে রাজ্যের কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে।
ভোটগ্রহণের সময় কোচবিহার জেলার ইটাহারে তৃণমূল ও সিপিআইএমের মধ্যে সংঘর্ষে আবদুল আজিজ নামে এক সিপিআইএম সমর্থক নিহত হয়। রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে।
পঞ্চায়েত নির্বাচন শেষ হলেও রাজ্যে এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। চলছে পরস্পর দোষারোপ।
আগামী ২৯ জুলাই পঞ্চায়েত ভোটের ফল ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com