ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মুরসির ক্ষমতাচ্যুতি নিয়ে মন্তব্য করবে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩১, জুলাই ২৬, ২০১৩
মুরসির ক্ষমতাচ্যুতি নিয়ে মন্তব্য করবে না যুক্তরাষ্ট্র

ঢাকা: মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার ঘটনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানাবে না যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।



মিশরে সেনা অভ্যুত্থান ঘটেছে কিনা সেসম্পর্কে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত দেয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের আইনের আওতায় পড়ে না। আর এ ধরনের সিদ্ধান্ত করা যুক্তরাষ্ট্রের ‍জাতীয় স্বার্থের মধ্যে পড়ে না বলে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান।

যুক্তরাষ্ট্র মুরসিকে চ্যুতির ঘটনাকে ‘ক্যু’ বললে মিশরকে দেয়া সামরিক সহায়তা বন্ধ করতে হবে।

ওই কর্মকর্তা জানান, বার্ষিক ১০০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ মিশরকে সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। এ সহায়তা যুক্তরাষ্ট্রের আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও জাতীয় নিরাপত্তা স্বার্থের জন্য প্রয়োজনীয়।

মুরসি মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট। জুনের শেষ দিকে তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে ৩ জুলাই তাকে ক্ষমতা থেকে  সরিয়ে দেয় সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি। বর্তমানে মুরসিকে পুনরায় প্রেসিডেন্ট পদে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করছেন তার সমর্থকরা। মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর সহিংসতায় কমপক্ষে একশ জন নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।