ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ঠাকুরমা হলেন মমতা

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৫, জুলাই ২৬, ২০১৩

কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরমা হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মুখ্যমন্ত্রীর ভাইয়ের ছেলে তৃণমূল যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা একটি কন্যা সন্তানের জন্ম দেন।



কাজের ব্যস্ততা সেরে রাতে নবাগত শিশুটিকে দেখতে হাসপাতালে যান তৃণমূল নেতা মমতা। মুখ্যমন্ত্রী মমত‍া বন্দ্যোপাধ্যায়ের নাতনির নাম রাখা হয়েছে ‘আজানিয়া’।

নাতনিকে দেখে উচ্ছ্বসিত মমতা ঘনিষ্ঠজনদের কাছে বলেন, “মনে হচ্ছে, মা ফিরে এসেছে। ”

বাংলাদেশ সময় : ১২০০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৩
এসপি/সম্পাদনা: এম জে ফেরদৌস ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।