আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার রইস্যাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি বন্দুক তৈরির কারখানা গুড়িয়ে দিয়েছে নিরাপত্তা কর্মীরা।
এ সময় আটটি বন্দুক ও ব্যাগভর্তি কার্তুজ উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়েছে।
আটকরা হচ্ছেন, সরণ কুমার চাকমা (২২), পস্কর চাকমা (২৪), লক্ষ্মীবুমা চাকমা (২৪)।
এলাকাটি রাজধানী আগরতলা থেকে প্রায় দেড়শ কিলোমিটার দূরে এবং সম্পূর্ণ আদিবাসী অধ্যূষিত।
রইস্যাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিত্যানন্দ সরকার সাংবাদিকদের জানান, শুক্রবার ভোররাতে পুলিশ ও আসাম রাইফেলস জওয়ানরা রইস্যাবাড়ির ওই বন্দুক তৈরির কারখানায় অভিযান চালায়।
তিনি জানান, ঘটনাস্থল রইস্যাবাড়ি থানা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ভক্তপাড়াতে। সেখানে একটি বন্দুক তৈরির কারখানা আছে বলে গোপন সংবাদ পাওয়া যায়।
সে অনুযায়ী ওই বন্দুক কারখানায় অভিযান চালানো হয়। এ সময় আটটি বন্দুক ও এক ব্যাগভর্তি কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় সেখানে প্রচুর পরিমাণে বারুদও পাওয়া যায়।
এ অভিযানে তিনজনকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটক তিনজনের বাড়িতে এ বন্দুক তৈরির কারখানাটি অবস্থিত ছিল। তারা দীর্ঘদিন ধরেই গোপনে কারখানাটি চালিয়ে আসছিল।
তবে জঙ্গিদের সঙ্গে তাদের কোনো যোগাযোগ রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৩
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর