ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী পদে জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি কিংবা কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী কেউই উপযুক্ত নন বলে মন্তব্য করেছেন দেশটির দুর্নীতিবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা আন্না হাজারে।
আসন্ন ২০১৪ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী পদের প্রার্থিতা নিয়ে বেশ জোরেশোরে আলোচনা শুরু হয়েছে।
কারণ হিসেবে এই সংগ্রামী নেতা বলেন, ১০ বছর ধরে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে দুর্নীতি রোধ করার কোনো কার্যকর পদক্ষেপই নেননি মোদি। অন্য দিকে দলের দুর্নীতি ও ভুল রাজনীতির কারণে রাহুল গান্ধীও প্রধানমন্ত্রী পদে যোগ্য প্রার্থী নন।
উল্লেখ্য, ভারতের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী পদে যোগ্য-অযোগ্য প্রার্থী নিয়ে সাম্প্রতিক বিতর্ক বেশ জমে উঠেছে। মমতা ব্যানার্জির তৃণমূল, শিবসেনা, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পর শেষ পর্যন্ত আন্না হাজারের পক্ষ থেকেও লাল সংকেত পেতে হলো কট্টর হিন্দুবাদী নেতা নরেন্দ্র মোদিকে। অবশ্য বিরোধীদল এবং আন্না হাজারের পক্ষ থেকেই কেবল সবুজ সংকেত পাননি সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পৌত্র রাহুল।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com