কলকাতা: শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হল ১১ অমরনাথ তীর্থযাত্রীর। পরিসংখ্যান বলছে, এ বছর তিন লক্ষ ১২ হাজার পুণ্যার্থী অমরনাথে যাচ্ছেন।
২০১১ সালে এই যাত্রায় মৃতের সংখ্যা ছিল ১০৬ জন। সেই বছর মোট তীর্থযাত্রীর সংখ্যা ছিল ছয় লক্ষ ৩৫ হাজার ৬১১ জন।
এ বছর মৃতের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় কম। কারণ শ্রী অমরনাথ লিঙ্গ বোর্ড ১৩ বছরের কম এবং ৭৫ বছরের উপরে কাউকে যাত্রায় অনুমতি দেয়নি। ৬ সপ্তাহের বেশি গর্ভবতীদেরও ছাড়পত্র দেয়নি অমরনাথ যাত্রার। শারীরিক সুস্থতার প্রমাণ ছাড়াও কোনও ব্যক্তি এবার যাত্রায় যেতে পারেননি।
১৯৯৬ সালে ২৪৩ জন অমরনাথযাত্রীর মৃত্যুর পরই নীতীশ সেন কমিটিকে তীর্থযাত্রীদের বয়সের ক্ষেত্রে বিভিন্ন বিধি নিষেধ আরোপ করেন।
বাংলাদেশ সময় : ১১২১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৩
এসপি/সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর