ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন বয়কট পিপিপি’র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৭, জুলাই ২৬, ২০১৩
পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন বয়কট পিপিপি’র

ঢাকা: পরামর্শ ছাড়াই নির্ধারিত তারিখ থেকে এগিয়ে নিয়ে আসায় আগামী ৩০ জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচন বয়কট করার ঘোষণা দিয়েছে পাকিস্তানের প্রধান বিরোধী দল ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পিপলস পার্টি (পিপিপি)।

প্রসঙ্গত, আগামী ৬ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন হওয়ার কথা ছিল।

কিন্তু রমজানের শেষ সময় এবং ঈদুল ফিতরের আগে হওয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে জটিলতা তৈরি হতে পারে-ক্ষমতাসীন মুসলিম লীগের এমন আবেদনের প্রেক্ষিতে গত বুধবার নির্বাচনের তারিখ ৩০ জুলাই ধার্য করেন দেশটির সুপ্রিম কোর্ট।

পিপিপি’র প্রেসিডেন্ট প্রার্থী সিনেটর রাজা রাব্বানী বলেন, ‘এ মুহূর্তে নির্বাচন বয়কট ছাড়া আমাদের আর কোনো পথ নেই। ’

তিনি বলেন, ‘আদালত আমাদেরকে কোনো নোটিশ দেননি...তারা আমাদের কোনো কথাও শোনেন নি, আমাদের মতামত জানানোরও সুযোগ দেননি...একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’

পিপিপি প্রার্থী রাব্বানী জানান, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে তার মতো বিরোধী দলের অন্য প্রার্থীরাও নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে সমস্যায় পড়বেন। কারণ দু’দিনে চারটি প্রাদেশিক রাজধানী ও কেন্দ্রীয় রাজধানী ইসলামাবাদে প্রচারণা চালানো কঠিন হবে।

পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, ক্ষমতাসীন দল, প্রধান বিরোধীদল ছাড়াও বিভিন্ন বড়-ছোট রাজনৈতিক দল থেকে ২৪ জন প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে ক্ষমতাসীন মুসলিম লীগ থেকে মনোনয়ন পেয়েছেন সিন্ধ প্রদেশের সাবেক গভর্নর মামনুন হুসাইন। সবকিছু ঠিক থাকলে মামনুনই হতে যাচ্ছেন জারদারি পরবর্তী প্রেসিডেন্ট।

উল্লেখ্য, নিয়ম অনুসারে পার্লামেন্টের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্য এবং চারটি প্রাদেশিক অ্যাসম্বলির সদস্যদের ভোটে নির্বাচিত হবেন পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।