নয়াদিল্লি: শুক্রবার সকালে ফ্রেঞ্চ গুইয়ানার কুরু থেকে ছাড়া হলো ভারতের আধুনিক আবহাওয়া নিরীক্ষণ উপগ্রহ ইনস্যাট-থ্রিডি।
আবহাওয়া পর্যবেক্ষণের জন্য উপগ্রহ ইনস্যাট-থ্রিডি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (ইসরো)-র চেয়ারম্যান কে রাধাকৃষ্ণণ।
এই উপগ্রহটিতে রয়েছে উন্নত মানের ক্যামেরা, যা মহাকাশের স্পষ্ট ছবি তুলবে। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে প্রয়োজনীয় তথ্যও দেবে এই উপগ্রহ।
ইউরোপিয়ান স্পেসের সহকারী এরিয়ানস্পেস’র এরিয়ান-৫ রকেটটি থেকে নিক্ষিপ্ত হবে ইনস্যাট-থ্রি ডি উপগ্রহ এবং আলফাস্যাট। এই আলফাস্যাট ইউরোপের সর্ববৃহৎ টেলিযোগাযোগ উপগ্রহ বলে দাবি ইসরো’র ।
ইনস্যাট-থ্রিডি উপগ্রহটি ভূ-পৃষ্ঠ এবং সমুদ্রপৃষ্ঠ নিরীক্ষণ করবে। একটি সিক্স-চ্যানেল বিশিষ্ট ইমেজার রয়েছে এতে। এর ডাটা রিলে ট্রান্সপোর্টার ভূ-পৃষ্ঠ, সমুদ্রের আবহাওয়া সংক্রান্ত নথি সংগ্রহ করবে। মৎসজীবী, নৌসেনা এবং বায়ুসেনা, বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রভূত সাহায্য করবে এই উপগ্রহ। আবহাওয়া সম্পর্কে খুঁটিনাটি আগাম তথ্যও দেবে এটি।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৩
এস পি/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর, এসএস